বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

নতুন নিয়মে ট্রেনের টিকিট কাটবেন

Reporter Name
Update : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২, ৬:০৭ অপরাহ্ন

রেল সেবা’ অ্যাপে আর মিলবে না টিকিট। শনিবার (২৬ মার্চ) থেকে অনলাইনে ট্রেনের টিকিট মিলবে নতুন নিয়মে। এজন্য প্রথমেই একবার রেজিস্ট্রেশন করে নিতে হবে। চলুন জেনে নেওয়া যাক, নতুন নিয়মে ট্রেনের টিকিট কাটার পদ্ধতি।

এজন্য প্রথমে www.eticket.railway.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করতে হবে। ওয়েব সাইটটির নিচের দিকে ‘রেজিস্ট্রেশন’ বাটনে ক্লিক করতে হবে। এরপর ‘ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট’ নামে নতুন একটি পৃষ্ঠা আসবে। এখানে ‘পারসোনাল ইনফরমেশন’-  এর সংশ্লিষ্ট ঘরগুলো প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে পূরণ করতে হবে। তারপর সিকিউরিটি কোড ঘরের পাশে প্রদর্শিত ‘সিকিউরিটি কোড’ দিয়ে পূরণ করে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে।

সব তথ্যাদি সঠিক থাকলে ‘Registration Successful’ নামে নতুন একটি পৃষ্ঠা আসবে। ই-টিকেটিং পদ্ধতি থেকে তাৎক্ষণিকভাবে আপনার প্রদত্ত ই-মেইল ঠিকানা বাংলাদেশ রেলওয়ে থেকে একটি মেইল পাঠানো হবে। আপনার ইমেইলের মেসেজ বক্স থেকে মেসেজটি খুলতে হবে। মেসেজের ভেতরে থাকা ‘Click’ লিংকটিতে ক্লিক করতে হবে। এ প্রক্রিয়ার পর যাত্রীর রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি শুধু একবার করতে হবে।

এরপর www.eticket.railway.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করতে হবে। ‘Log in’ এর প্যানেল ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড পূরণ করে লগ ইন করতে হবে। যে পৃষ্ঠাটি আসবে, তাতে ‘Purchase ticket’ বাটনে ক্লিক করতে হবে।

এখানে যে পৃষ্ঠাটি আসবে, সে পৃষ্ঠায় আপনার প্রয়োজন মতো তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন, ট্রেনের নাম, শ্রেণী, টিকেট সংখ্যা যেভাবে রয়েছে তা পূরণ করতে হবে। এর পরের পৃষ্ঠায় ‘Registration Seat Available’ দ্বারা প্রয়োজনীয় টিকেট এবং এর মূল্যমান জানিয়ে দেওয়া হবে। টিকিট থাকলে ‘Purchase ticket’ বাটন ক্লিক করতে হবে।

এরপর ক্রেডিট কার্ড, ক্যাশ কার্ড কিংবা ব্রাক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে যাত্রীর জমাকৃত টাকা থেকে টিকেট মূল্য কেটে নেওয়া হবে এবং যাত্রীর ই-মেইলে ই-টিকিটটি পাঠিয়ে টিকেট নিশ্চিত করা হয়ে থাকে।

ই-মেইল মেসেজ বক্স থেকে পাঠানো টিকিটটির প্রিন্ট নিয়ে ফটো আইডিসহ ই-টিকিট প্রদত্ত ‘Ticket Print Information’ প্রদান করে সংশ্লিষ্ট সোর্স স্টেশন থেকে যাত্রার আগে ছাপানো টিকিট সংগ্রহ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host