খুলনা প্রতিনিধি।। প্রেমে ব্যর্থ হয়ে প্যান্টের বেল্টে ঝুলে অসিত পাল (১৬) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে খুলনার ডুমুরিয়া উপজেলার ছয়বাড়িয়া গ্রামে। থানা পুলিশ অসিতের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান; অসিত (১৬) উপজেলার ছয়বাড়িয়া গ্রামের পূণ্য পালের ছেলে। ধামালিয়া ফারাহ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর জেলার মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় আত্মীয়ের সূত্র ধরে এক মেয়েকে পছন্দ করতো। ঐ যের ধরে পরস্পর তারা যোগাযোগ করতো। একপর্যায়ে মেয়েটি অসিতকে প্রত্যাখ্যান করতে থাকে। একপর্যায়ে শনিবার ( ৫ ফেব্রুয়ারি) রাতে অসিত প্যান্টের বেল্ট পেঁচিয়ে ঘরের আড়ায় ঝুলে আত্মহত্যা করে। রাত আনুমানিক ১১টায় তার পরিবার ও স্থানীয় লোকজন টের পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ অসিতের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ধামালিয়া ফারাহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওয়াজেদ আলী বলেন, অসিত পাল এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল।
বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, অসিতের মরদেহ উদ্ধার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে।