মোঃ শাহানুর আলম, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ধুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে ৩নং তাহেরহুদা ইউনিয়নের চেয়ারম্যান মুনজুর রাশেদের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে বেরিয়ে আসার পথে সাবেক চেয়ারম্যান মনজুরুল আলমের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে জানা গেছে। আহত চেয়ারম্যান হরিণাকুণ্ডু উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকাৎসাধীন রয়েছে।
এই ঘটনায় আহত চেয়ারম্যান মুনজুর রাশেদ বলেন, গত কয়েকদিন ধরে ধুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনা চলছে। সাবেক চেয়ারম্যান মুনজুর আলম ছাত্রলীগ নামধারী একদল সন্ত্রাসীদের টাকার বিনিময়ে সাধারণ অভিভাবকদের মনোনয়নপত্র কিনতে বাধা প্রদান করছে এবং গতকাল বুধবার কাজী রাসেল আহম্মেদ নামে এক মনোনয়ন কিনতে এলে তাকে মারধর করা হয় পরে সে একটি দোকানের মধ্যে পালিয়ে জীবন রক্ষা করে। তিনি আরও বলেন হরিণাকুণ্ডু পৌরসভার মেয়র ফারুক ভাই, উপজেলা চেয়ারম্যান মহোদয় ও আমি এই ঘটনা সমঝোতার জন্য কয়েকবার চেষ্টা করি তাতে কোন ফল হয়না। এঅবস্থায় আমি এলাকার চেয়ারম্যান হিসেবে যারা মনোনয়ন জমা দিতে পারেনি তাদের মনোননয় পত্র জমা দিয়ে বিকাল ৪টার দিকে আমি ও মেয়র শিক্ষা অফিস থেকে আমি বের হচ্ছি এমন সময় বিকাল ৪টার দিকে সন্ত্রাসীরা সাবেক চেয়ারম্যান মুনজুর আলমের নির্দেশে আমাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি হামলা চালায়। এব্যাপারে প্রশাসন অবগত আছেন বলেও তিনি জানান। এবিষয়ে হরিণাকুণ্ডু পৌরসভার মেয়র ফারুক হোসেন জানান ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম একদল সন্ত্রাসী বাহিনী এই হামলা চালিয়েছে, আমি এই ঘটনার তিব্র নিন্দা এবং দোষিদের দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানাচ্ছি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লাকে ফোনে বার বার চেষ্টা করেও পাওয়া যায়নি।