খুলনা প্রতিনিধি: জমকালো আয়োজনের মধ্য দিয়ে খুলনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (কেডিএফ)এর নয়া কমিটির অভিষেক অনুষ্ঠান আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে খুলনার খালিশপুরস্থ ক্রিসেন্ট জুট মিলস’র অফিসার্স ক্লাবে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেএমপির পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, বিশেষ অতিথি থাকবেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ আলী (সনি), দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন সম্পাদক এসএম শাহিদ হোসেন, দৈনিক সময়ের খবরের প্রকাশক ও সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, কেডিএফ’র মহাসচিব মোঃ আব্দুস সালাম শিমুল বলেন; কেডিএফের সদস্যদের নির্ধারিত কর্মসূচি ছাড়াও আরও থাকছে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃতি শিক্ষার্থী ও বরেণ্য ব্যক্তিদের সম্মাননা প্রদান, কমেডি শো কনসার্ট এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সবমিলিয়ে দিনব্যাপী এ অনুষ্ঠানটি প্রাণবন্ত ও মনোমুগ্ধকর হবে বলে প্রত্যাশা করছি। অনুষ্ঠানটি সফল করার লক্ষ্যে ১৮ টি উপ-কমিটি গঠন করা হয়েছে।
–মো: আনোয়ার হোসেন আকুঞ্জী