ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাড়িয়া মাইটকুমড়া গ্রামের মো. নাজির হোসেন (২৬) নামে এক যুবককে মাদক সেবনের দায়ে পাঁচশত টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর দেড়টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জাড়িয়া মাইট কুমড়া গ্রামের ইয়ার আলী ফকিরের পুত্র মো. নাজির হোসেনকে সাড়ে ১২ গ্রাম গাজাসহ আটক করা হয়। খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মোছাদ্দেক হোসেন ও সঙ্গীয় ফোর্স ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মেজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার বলেন, মাদক সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর ১/২১ ধারায় আসামীকে শাস্তি প্রদান করা হয়েছে। জনস্বার্থে মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে বলেও তিনি স্থানীয় সংবাদকর্মিদের জানান।