মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ আমিনুর রহমান কলেজের একাদশ শ্রেনির নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ মার্চ) দুপুরে কলেজের হলরুমে এই ওরিয়েন্টশন ক্লাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি।
সহকারী অধ্যাপক মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন আমিনুর রহমান কলেজের অধ্যক্ষ জি এম শওকত বিপ্লব রেজা বিকো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমিনুর রহমান কলেজ প্রতিষ্ঠাতা মোঃ মিজানুর রহমান কাবুল, অভিভাবক সদস্য মোঃ সিরাজুল ইসলাম ও মোঃ মফিজুর রহমান প্রমূখ।
শিক্ষার্থীদের মধ্য থেকে গঠনমূলক বক্তব্য দেয় নবীন শিক্ষার্থী আমরিন ইয়ানা আনহা। এ সময় কলেজের অন্যান্য শিক্ষার্থী ও সুদক্ষ শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।