মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে উন্নতমানের নিউ ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম সংলগ্ন থানা রোডে আরাফ ভবনের দ্বিতীয় তলায় নিউ ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়।
রোববার বিকালে নিউ ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের সভাপতি এ্যাড. জিল্লুর রহমান লাজুকের সভাপতিত্বে ফিতা কেঁটে উদ্বোধন করেন প্রধান অতিধি মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ এ্যাড. সাইফুজ্জামান শিখর।
উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোঃ ইদুল শেখের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড আব্দুল মান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকছেদুল মোমিন, মহম্মদপুর থানার ওসি মোঃ নাসির উদ্দিন, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি এস কে নুরুজ্জামান, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি শওকতুজ্জামান সৈকত, জেলা উপ-দপ্তর সম্পাদক এ্যাড. তরিকুল ইসলাম তারা, প্রচার সম্পাদক এ্যাড. শাখারুল ইসলাম শাকিল, মাগুরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ রিজাউল ইসলাম, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, বালিদিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিনহা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আঃ হাই মিয়া, জেলা মহিলা যুবলীগের যুগ্ম আহবায়ক শারমিন আক্তার রুপালী ও নিউ ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ মাহমুদুল হাসান প্রমূখ।