স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, করোনায় সাক্ষাৎ বন্ধ থাকায় কারাবন্দিরা স্বজনদের সঙ্গে সপ্তাহে এক দিন ১০ মিনিট করে মুঠোফোনের পাশাপাশি ভিডিও কলেও যেন কথা বলতে পারেন, সে উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ১২তম ব্যাচ ডেপুটি জেলার এবং ৫৯তম কারারক্ষী ও নারী কারারক্ষীর বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কারাভ্যন্তরে বন্দিদের সঙ্গে আরও মানবিক আচরণ করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মানবিক আচরণ প্রদর্শন ও প্রশিক্ষণের মাধ্যমে অপরাধীদের চরিত্র সংশোধন করতে হবে। এ জন্য কারা কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি ও যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে।’