সনতচক্রবর্ত্তী: ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামের একটি ডোবা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত ব্যক্তির নাম আব্দুল আলি মাতুব্বর (৩৫)।
নিখোঁজ হওয়ার ১০ দিন পর আজ রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
আব্দুল আলি সালথার রামকান্তপুর ইউনিয়নের শৈলডুবি গ্রামের ইমান মাতুব্বরের ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত ইজিবাইক চালক ছিলেন।
শৈলডুবি গ্রামের বাসিন্দা মো. রাকিবুল ইসলাম জানান, গত ১৭ ফেব্রুয়ারি সকালে নিজ বাড়ি শৈলডুবি থেকে ইজিবাইক নিয়ে বের হন আব্দুল আলি মাতুব্বর। সারাদিন পর রাতেও তিনি বাড়ি না ফেরায় তার (আব্দুল আলি) মোবাইলফোনে যোগাযোগ করে পরিবার।
কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।
এ ঘটনায় আতঙ্কে রয়েছে আব্দুল আলির পরিবার। গ্রামবাসীর পরামর্শে নিখোঁজ ব্যক্তির সন্ধানে পরদিন ১৮ ফেব্রুয়ারি সালথা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবারটি। জিডি নং- ৭৭৯। ১০ দিন পর রোববার সকালে আব্দুল আলির মরদেহ উদ্ধার করলো পুলিশ।
ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. সুমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় তিনি বলেন, শ্রীরামদিয়া গ্রামের একটি ডোবা থেকে আব্দুল আলির মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ৮-১০ দিন আগে তাকে হত্যার পর মরদেহ কচুরিপানা দিয়ে ঢেকে রাখা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।