যুক্তরাষ্ট্র, বৃটেনসহ পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা ঘোষণার পর তা নিয়ে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী দমিত্রি মেদভেদেভ। তিনি বলেছেন, পশ্চিমাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের কোনো প্রয়োজন নেই মস্কোর। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অধীনে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। কিন্তু তাতে ছন্দপতন ঘটে ২০২০ সালে। ওই বছরে প্রধানমন্ত্রী পদ থেকে তাকে বরখাস্ত করেন পুতিন। বর্তমানে মেদভেদেভ মস্কোর নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ার। তিনি রাশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম ভিকে’তে লিখেছেন, এটা হলো দূতাবাসগুলোতে তালা লাগানোর সময়। তিনি আরও বলেছেন, প্রেসিডেন্ট পুতিন যে লক্ষ্য স্থির করেছেন, তা অর্জিত না হওয়া পর্যন্ত ইউক্রেনে আগ্রাসন অব্যাহত থাকবে।
তবে পুতিনের প্রকৃত লক্ষ্য কি তা এখনও পরিষ্কার নয়। কাউন্সিল অব ইউরোপ থেকে রাশিয়াকে সাময়িক বরখাস্ত করায় নিন্দা প্রকাশ করেছেন মেদভেদেভ।