আ.শ.ম. এহসানুল হোসেন তাইফুর, কেশবপুর থেকে: কেশবপুরে রবিবার বিদ্যুৎস্পৃষ্টে একটি বিরল প্রজাতির কালোমুখো হনুমানের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানায়, উপজেলার কোমরপোল গ্রামে শহর থেকে দলছুট হয়ে আসা হনুমানটি খাদ্যের সন্ধানে এসে ওই এলাকার বিভিন্ন গাছগাছালিতে বিচরণ করছিল। এক গাছ থেকে অন্য গাছে যাওয়ার সময় এলাকার ভেতর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পৃৃষ্ট হয়ে নিচে পড়ে মারা যায় বিরল প্রজাতির কালোমুখো হনুমানটি।
এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, বিদ্যুৎস্পৃৃষ্টে মারা যাওয়া ওই হনুমানটি উদ্ধার করে মাটিচাপা দেওয়া হয়েছে।