সনতচকবর্ত্তী: আজ বিশ্ব ভালোবাসা দিবস। দিবসটি বরণ করে নিতে চাই রঙিন ফুল। বিশেষ করে তরুণীরা সাজে প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া ক্রাউন পরে। ক্রাউন থাকবে মাথায়। ক্রাউনে ফুলের মধ্যে প্রধানত থাকবে একটি লাল গোলাপ।
সরেজমিন দেখা যায়, ফরিদপুর নিউ মার্কেটের সামনের ফুটপাতের ফুল ব্যবসায়ী শাহ আলম মোল্লার সঙ্গে কথা বলে জানা যায়, গত বছর করোনার সংক্রমণ বেশি থাকায় বাইরে তেমন কেউ বের হয়নি। তবে এবার সংক্রমণ থাকলেও এবার লকডাউন নেই। তাই অনেকেই এই দিনে বের হবেন বলে আশা করছেন।
নববিবাহিতা সোমা শীল ও শংকরী বিশ্বাস বলেন, ভালোবাসা দিবসে প্রিয়জনের মুখে হাসি ফোটাতে ফুল কিনতে এসেছেন। নববিবাহিতারা আরও বলেন, ‘অন্য দিনের চেয়ে আজ ফুলের দাম অনেক বেশি। এর আগে আমি ফুল কিনেছি, তখন গোলাপ প্রতিটি ২০ থেকে ২৫ টাকা আর রজনীগন্ধা ১০ থেকে ১৫ টাকা দাম ছিল। কিন্তু আজ প্রতিটি গোলাপ ৪০ থেকে৫০ টাকা, রজনীগন্ধা ২০-২৫ টাকা ও ক্রাউন ১০০ থেকে ১৫০ টাকা দরে কিনতে হচ্ছে। তিনি আরও বলেন, কী আর করার, প্রিয় মানুষের মুখে হাসি ফোটাতে বেশি দাম দিয়েই কিনতে হচ্ছে প্রিয় ফুল।
ফুলের দাম বেশি কেন জানতে চাইলে ফুল ব্যবসায়ী তুহিন বলেন, একদিকে করোনা অন্যদিকে অসময়ের বৃষ্টিতে ফুল চাষিদের অবস্থা খারাপ। আবার বসন্ত ও ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষেও চাহিদা অনুযায়ী ফুলের পাইকারি দাম বেড়ে গেছে। আগে যে ফুলের দাম ছিলো ১০ টাকা তা এখন ২৫ টাকায় পৌঁছেছে। চাইনিজ গোলাপের দামও বেড়ে ৪৫ টাকায় পৌঁছেছে। তাই টিকে থাকতে আমাদেরও বেশি দামে কিনে বেশি দামেই (৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত) বিক্রি করতে হচ্ছে।