ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত দু’পালাতক আসামীকে গ্রেপ্তার করেছেন। বৃহস্পতিবার রাতে মুলঘর ও ফকিরহাট সদর ইউনিয়নের কাকডাঙ্গা ও আট্টাকী এলাকা হতে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ আল-মামুন ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) রুহুল আমীনসহ সংগীয় ফোর্স নিয়ে কাকডাঙ্গা ও আট্টাকী এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত দু’আসামীকে আটক করেন। আটককৃতরা হলেন মূলঘর ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামের জুলফিক্কার এর পুত্র বাদল শেখ (৩৮) ও ফকিরহাট সদর ইউনিয়নের আট্টাকী গ্রামের মূতঃ সন্তোষ ঘোষের পুত্র সুরজিৎ ঘোষ (৪২)। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) আবু সাইদ মোঃ খায়রুল আনাম জানিয়েছেন।