মাদারীপুর থেকে কাওসার আলম মিঠুঃ ব্যাপক উৎসাহ, উদ্দীপনা, চ্যালেঞ্জের মুখে মাদারীপুর জেলার সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএম ভোটিং এর মাধ্যমে ৬ষ্ঠ ধাপে এড. বাবুল হাওলাদার ৭৬২৮ ভোট পেয়ে মটর সাইকেল প্রতীক নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী খলিল দর্জি ঘোড়া প্রতীক নিয়ে ৭৩৬৩ ভোট পান। সোমবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহনের মাধ্যমে ৯টি কেন্দ্রে ২০ হাজার ৯ শত ৫৭ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মুনিরুজ্জামান রিটার্নিং কর্মকর্তা হিসেবে বলেন, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া নির্বাচন সুসম্পন্ন হয়েছে। উল্লেখিত উক্ত নির্বাচিত চেয়ারম্যান এবার (৩য়) বারের মত হ্যট্টিক করে নির্বাচিত হন। নির্বাচিত চেয়ারম্যান মাদারীপুর জেলা আওয়ামীলীগের নেতা এবং সাবেক নির্বাচিত সেক্রেটারী। নির্বাচিত চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা আওয়ামীলীগের সেক্রেটারী কাজল কষ্ণ দে ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ও সাবেক এমপি আফম বাহাউদ্দিন নাসিম অভিনন্দন জ্ঞাপন করেন।