বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

কুড়িগ্রামের উলিপুরে ভূমিহীনদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

হাফিজ সেলিম, কুড়্রিগ্রাম
Update : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২, ৪:০০ অপরাহ্ন

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ “ভূমিহীনরা জোট বাঁধো-খাস জমি দখল করো” এই স্লোগানকে ধারন করে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ জানুয়ারী) দুপুরে পৌর শহরের গবা মোড়ে বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি উলিপুর উপজেলা শাখা ও ভূমিহীন সমিতি হাতিয়া ইউনিয়নের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আনছার আলী, উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, সম্পাদক বিশ্বজিৎ কুমার সিংহ বাপ্পা, উপজেলা বাসদের আহবায়ক সাঈদ আখতার আমিন, ফজলুল হক মেম্বার, ভূমিহীন ও শহীদ পরিবারের সদস্য সুলদার আলী, আছমা বেগম, সুকুর আলী প্রমুখ। কর্মসূচীতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন প্রেসক্লাব উলিপুরের আহবায়ক লক্ষন সেনগুপ্ত। কর্মসূচীতে প্রায় দেড়শতাধিক ভূমিহীন ও মুক্তিযুদ্ধে গণহত্যার শিকার একাধিক শহীদ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে গিয়ে ভূমিহীন পরিবারগুলো খাস জমি বরাদ্দের জন্য আবেদন জমা দেন। এরপর একই দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবছর উপজেলায় ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর ভাঙ্গনের কারনে হাজার হাজার মানুষ জমিজমা ও বসতভিটা হারিয়ে ভূমিহীন হয়ে পড়েছেন। এসব মানুষ বাঁধের রাস্তায়, রেল লাইনের পাশে ও সরকারি রাস্তায় আশ্রয় নিলেও সেখান থেকে তাদের উচ্ছেদ করে দেয়ার কারনে তারা মানবেতর জীবন যাপন করছে।
অথচ উপজেলার বিভিন্ন ইউনিয়নে শত শত একর সরকারি খাস জমি এলাকার প্রভাবশালী লোকেরা অসৎ উপায়ে প্রশাসনের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে হাতিয়ে নিয়ে বছরের পর বছর ভোগ দখল করে আসছে। এসব জমি চিহ্নিত করে ভূমিদস্যুদের কাছ থেকে উদ্ধার করে তা ভূমিহীন ক্ষেতমজুদদের মধ্যে বরাদ্দ দেয়ার জোর দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host