মাদারীপুর থেকে কাওসার আলম মিঠুঃ মাদারীপুর জেলার রাজৈর উপজেলা পরিষদের সাবেক নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম এম.এ মোতালেব মিয়া মারা গেলে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য হওয়ায় নির্বাচন কমিশন থেকে ঘোষিত সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৭ শে জানুয়ারী অনুষ্ঠিতব্য রাজৈর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড গত ৩১ শে ডিসেম্বর স্থানীয় রাজৈর উপজেলা আওয়ামীলীগ নেতা কৃষকলীগ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ রেজাউল করীম শাহিন চৌধুরীকে নৌকা প্রতীক দিয়ে মনোনয়ন দান করেন। এ উপলক্ষ্যে আজ শত শত মটরসাইকেল যোগে গাড়ি বহরে মাওয়াঘাট থেকে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে রাজৈর উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এসে এক সভা সম্পন্ন হয়। উক্ত সভায় নৌকা প্রতীকের ভোট প্রদানের জন্য যে সকল নেতাকর্মীরা বক্তব্য রাখেন তারা হলেন- রাজৈর উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শাহাবুদ্দিন সাহা, এমপিও স্থানীয় প্রতিনিধি আফম ফুয়াদ, পৌর আওয়ামীলীগের আহ্বায়ক শেখ মতিয়ার রহমান, শ্রমীক লীগ নেতা মাহবুবুর রহমান, ছাত্রলীগ সভাপতি হাসিবুল হাসান পিয়াল, যুবলীগ আহ্বায়ক রেজওয়ানুল হক রিদন, আসাফো নেত্রী নুরজাহান পারুল, মহিলা আওয়ামীলীগের নেতা ফরিদা হাসান পল্লবী, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ০১ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ সাগর আহম্মেদ উজির, আসাফো মাদারীপুর জেলা কমিটির আহ্বায়ক প্রফেসর কাওসার আলম মিঠু, মৎস্যজীবিলীগ উপজেলা শাখার সহ সভাপতি রুহুল আমিন বাবুল, কৃষকলীগ সভাপতি ওবায়দুর রহমান চান, যুবলীগ নেতা জিহাদুর রহমান সবুজ প্রমূখ। আজ সকাল ১০ টায় নৌকা প্রতীকের প্রার্থী বিশিষ্ট সমাজসেবক কৃষকলীগ নেতা রেজাউল করিম শাহিন চৌধুরী রাজৈর উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন গ্রহণ করেন।