মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে “স্মার্টফোনে আসক্তি: পড়াশোনার ক্ষতি” এই শ্লোগানে শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তিমনস্ক হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ১০টি স্টল স্থান পেয়েছে।
উপজেলা পরিষদ হলরুম চত্বরে সমাপনী দিন বুধবার দুপুরে কুইজ ও উপস্থিত বক্তৃব্য প্রতিযোগিতা শেষে অতিথিদের স্টল পরিদর্শন পরবর্তী আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দুই দিনব্যাপি এই বিজ্ঞান মেলা শেষ হয়।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ভুমি মো. দবির উদ্দিন, আমিনুর রহমান কলেজের অধ্যক্ষ জি এম শওকত বিপ্লব রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন, উপজেলা কৃষি অফিসার আব্দুস সোবাহান, সরকারি বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান কলেজের অধ্যক্ষ মোঃ ইখতিয়ার রহমান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ হাই।