ভারতের অন্যতম বড় এবং স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান রিলায়েন্স গ্রুপের নেতৃত্বে পরিবর্তন আসার আভাস দিয়েছেন মুকেশ আম্বানি।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রিলায়েন্সের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানির জন্মবার্ষিকী উপলক্ষে ফ্যামিলি ডে অনুষ্ঠানে মুকেশ বলেন, ‘আমি চাই রিলায়েন্সের নেতৃত্বে তরুণ প্রজন্ম আসুক।’
মুকেশ আম্বানি বলেন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড আসছে বছরগুলোয় বিশ্বের অন্যতম শক্তিশালী ও অন্যতম ভারতীয় বহুজাতিক কোম্পানি হবে। তিনি চান, পরিচ্ছন্নতার সঙ্গে কোম্পানি পরিচালিত হোক। সেই লক্ষ্যে পরিবেশবান্ধব জ্বালানি খাতের পাশাপাশি খুচরা ও টেলিকম ব্যবসাকে অনন্য উচ্চতায় নিয়ে যেত চান তিনি। নিজের স্বপ্নকে আরও বড় আকার দিতে সঠিক মানুষ এবং সঠিক নেতৃত্ব পাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি।