নিউজ ডেস্ক: কে-পপ ভিডিও দেখা ও শেয়ারের জন্য গত এক দশকে অন্তত ৭ জনের মৃত্যুদ- কার্যকর করেছে উত্তর কোরিয়া। সম্প্রতি একটি মানবাধিকার সংস্থার রিপোর্টে এই তথ্য দেয়া হয়েছে। ২০১৫ সালের পর থেকে উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসাদের সাক্ষাৎকার নিয়ে যাচ্ছে ওই সংস্থাটি। প্রায় ৬৩৮ জনের সাক্ষাৎকার নেয়ার পর তারা এই মৃত্যুদ-ের বিষয়ে নিশ্চিত হয়েছে। কোথায় কোথায় মৃত্যুদ-গুলো কার্যকর করা হয়েছে তা নিয়েও কাজ করছে ট্রান্সিশনাল জাস্টিস ওয়ার্কিং গ্রুপ বা টিজেডব্লিউজি।
দক্ষিণ কোরিয়া ভিত্তিক সংস্থাটি মূলত উত্তর কোরিয়ায় মৃত্যুদ- কার্যকর হওয়ার ঘটনাগুলোর সমন্বয় করছে। এতেই দেখা গেছে, অন্তত ৭ জনের মৃত্যুদ- কার্যকর হয়েছে শুধুমাত্র দক্ষিণ কোরিয়ার গান শোনা বা অন্যকে দেয়ার কারণে। অপরাধের মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়ার গান, সিনেমা ও টিভি সিরিজ সিডি বা ইএসবি ড্রাইভের মাধ্যমে উত্তর কোরিয়ার মধ্যে বিক্রি।