মোঃ শাহানুর আলম,ঝিনাইদহ প্রতিনিধি ঃ ঝিনাইদহ সদর উপজেলার তেতুলতলা এম কে মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ এর সহযোগিতায় আত্মহত্যা প্রবণতা হ্রাসকরণে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহের খড়িখালী সেবাসংঘ’র আয়োজনে মঙ্গলবার সকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল লতিফ সেখ এর সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সেলিম রেজা । সভায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম শাহীন, মানবাধিকার কর্মী অধ্যক্ষ এ.বি.এম আমিনুর রহমান টুকু, উপজলা সমাজসেবা অফিসার আব্দুল হাই সিদ্দিকী, এম কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দীন প্রমূখ । এছাড়াও আত্মহত্যা প্রবণতা হ্রাসকরণে করণীয় বিষয়ে আলোচনা রাখেন অভিভাবক জিয়াউর রহমান ও স্কুল ছাত্রী জিনিয়া। মতবিনিময় সভা পরিচালনা করেন সেবাসংঘ’র নির্বাহী পরিচালক আনিছুর রহমান। বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ এর সহযোগিতায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক, বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, মসজিদের ইমান, কাজী, ব্যবসায়ী, সমাজকর্মীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।