নিউজ ডেস্ক: কোভিডের প্রথম মুখে খাওয়ার ওষুধের অনুমোদন দিয়েছে বৃটেন। ওষুধটি যৌথভাবে উৎপাদন করেছে মার্ক ও রিজব্যাক বায়োথেরাপিউটিকস। বৃহস্পতিবার বৃটেনের ‘মেডিসিন এন্ড হেলথকেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি’ বা এমএইচআরএ মহামারি মোকাবেলায় নতুন অস্ত্র হিসেবে ওষুধটির অনুমোদন দেয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এমএইচআরএ পরামর্শ দিয়েছে, কারো কোভিড-১৯ সনাক্ত হওয়ার পর যত দ্রুত সম্ভব মলনুপিরাভির নামের এই ওষুধটি খেতে। এদিকে যুক্তরাষ্ট্রেও ওষুধটি অনুমোদনের আবেদন করা হয়েছে। এ মাসেই বিষয়টি নিয়ে বসবেন মার্কিন উপদেষ্টারা। গত মাসেই পরীক্ষা থেকে পাওয়া তথ্য বলছিল যে, মলনুপিরাভির ব্যবহারে কোভিড আক্রান্তদের মৃত্যু ও গুরুতর আক্রান্ত হওয়ার ঝুঁকি অর্ধেকে নেমে আসে। বৃটিশ সরকার ও দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস দ্রুতই এই ওষুধের ব্যবহার নিয়ে পরিকল্পনা প্রকাশ করবে বলে রয়টার্সের খবরে জানানো হয়।