অলোক রায়, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মহম্মদপুর থানার আয়োজনে এই র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্যে এদিন সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের হয়ে থানা চত্বরে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় মহম্মদপুর থানার ওসি মোঃ নাসির উদ্দীন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি, আমিনুর রহমান কলেজের অধ্যক্ষ জি এম শওকত বিপ্লব রেজা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ হাই মিয়া, সহকারী অধ্যাপক মোছাঃ রাশিদা পারভীন, প্রভাষক মুরাদ চৌধুরী ও নারী নেত্রী শিউলি ফারুক প্রমূখ।
আলোচনা সভা শেষে বাংলাদেশ পুলিশ অব ইন্সপেক্টর জেনারেল বিপিএম (বার) ড. বেনজীর আহমেদ এঁর সৌজন্যে মহম্মদপুর থানার কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব অধ্যক্ষ জিএম শওকত বিপ্লব রেজাকে শ্রেষ্ঠ সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন অতিথিবৃন্দ।