নিউজ ডেস্ক: ঢাকার বায়ুদূষণ কমছে না। অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস। বিশেষ করে তা ‘স্পর্শকাতরদের জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ের।
বৃহস্পতিবার দুপুর ৩ টায় সর্বশেষ হালনাগাদ করা রিয়েল টাইম এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সূচকে ঢাকার স্কোর ছিল ১২৯। বাতাসের এই গুণগত মানকে ‘স্পর্শকাতরদের জন্য অস্বাস্থ্যকর’ বিবেচনা করা হয়। কারণ, একিউআই স্কোর যখন ১০০ থেকে ১৫০ এর মধ্যে থাকে, তখন বাতাসের এই মানে সাধারণ মানুষের সমস্যা না হলেও সংবেদনশীল মানুষ স্বাস্থ্যঝুঁকিতে থাকেন।
উল্লেখ্য, এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) হলো বাতাসের গুণগত মানের নিত্যদিনের একটি সূচক। এর মধ্য দিয়ে মানুষকে জানানো হয় যে, তারা একটি নির্দিষ্ট শহরে কতটা পরিষ্কার বা দূষিত বাতাসের মধ্যে বসবাস করছেন।
এতে তাদের শরীরে কি প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে সে বিষয়েও জানান দেয়া হয়।