সাতক্ষীরা প্রতিনিধি: দুর্গাপুজার ছুটির দীর্ঘ ৫দিনপর সাতক্ষীরার ভোমরা-ঘোজাডাঙ্গা এবং যশোরের বেনাপোল-পেট্টাপোল স্থলবন্দর দিয়ে পুরোদমে আমদানি রপ্তানি বানিজ্য শুরু হয়েছে। ফিরতে শুরু করেছে কর্মচাঞ্চল্য। বাংলাদেশে একদিন পুজার ছুটি ও ভারতে ৫দিন সরকারি ছুটির পর খুলেছে পোর্ট। ফলে আবারও বাড়ছে জট। পুরোদমে চলছে লোড আনলোড।
বন্দর ব্যবহারকারীরা জানান, সোমবার বিকাল থেকেই বন্ধ হয়ে যায় বেনাপোল পেট্টাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি পন্য পরিবহন। তবে বেনাপোল বন্দরে পন্য লোড আনলোড সহ পাসপোর্ট যাত্রী যাতায়াত থাকে স্বাভাবিক। টানা কয়েকদিনের ক্ষতি পুষিয়ে নিতে রাত দিন বন্দর সচল থাকবে বলে জানান বন্দর উপ পরিচালক মামুন তরফদার।