বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

কাটাখালী বাসস্ট্যান্ডে মহাসড়ক দখল করে ট্রাক-টার্মিনাল:দেখার কেউ নেই

পি কে অলোক
Update : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১, ৮:৩২ অপরাহ্ন

পি কে অলোক.ফকিরহাট: খুলনা-মোংলা ও বাগেরহাট মাওয়া মহাসড়কের গুরুত্বপূর্ণ ও জনবহুল কাটাখালী বাসস্ট্যান্ডের তিন রাস্তার দুইপাশ দখল করে সেখানে নিয়মিত অবৈধ ট্রাক-ট্রার্মিনাল গড়ে তোলা হয়েছে। ফলে সড়ক সংকুচিত হয়ে তীব্র যানজটের সৃষ্টির পাশাপাশি ছোটবড় সড়ক দুর্ঘটনা ঘটেই চলেছে। পুলিশ প্রশাসনের নাকের ডগার উপর রাস্তা দখল করে সেখানে অবৈধ ট্রাক-টার্মিনাল বানানোর কারনে সড়কে তীব্র যানজটের সৃষ্টি করা হলেও চালকদের বিরুদ্ধে তেমন কোন পদক্ষেপ গ্রহন করা হচ্ছেনা। যা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। অতিদ্রুত বাসস্ট্যান্ডের তিনপার্শ্বে দাড়িয়ে থাকা যানবাহন গুলি সরিয়ে দেওয়া না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশাংকা রয়েছে।

https://www.youtube.com/watch?v=LFSZi5xQJJ8

জানা গেছে, খুলনা-মোংলা ও বাগেরহাট মহাসড়কের গুরুত্বপূর্ণ ও জনবহুল কাটাখালী বাসস্ট্যান্ডের তিন পার্শ্বে রাস্তার উপর অর্ধশতাধিক ট্রাক-কন্টিনার ও পিকাপ রেখে সেখানে অবৈধ ও অঘোষিত ট্রাক-টার্মিনাল বানিয়ে বাসস্ট্যান্ড বা সড়ক তিনটি দখল করে রেখেছেন। এরা এমন ভাবে রাস্তার উপর দাড়িয়ে রয়েছে, যে তার মাঝখান দিয়ে বড় ধরনের কোন যানবাহন চলাচল করতে পারছেনা। আর না পারার কারণে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সরেজমিনে অনুসন্ধ্যানে গিয়ে দেখা গেছে, কাটাখালী বাসস্ট্যান্ডের মোংলা সড়কের প্রবেশ মুখ অথাৎ কলেজ রোডের মুখ হতে এসবিএসসি ব্যাংকের সামনে হতে মুন স্টার জুট মিল পর্যন্ত রাস্তার দুইপার্শ্বে, ও কাটাখালী নিউ মার্কেটের সামনে হতে যুগীখালী ব্রীজের দুই পার্শ্বে এবং কাটাখালী বাগেরহাট রোডের প্রবেশ মুখে অথাৎ মোড়ের উপর নির্মিত ব্রীজ হতে আফফান হোটেল পর্যন্ত রাস্তার দুইপার্শ্বে সড়কের উপর এমন ভাবে ট্রাক-কন্টিনার ও পিকাপ স্ট্যান্ড বানানো হয়েছে যে, বিকালের পর হতে উক্ত সড়ক দিয়ে চলাচল করা যায় না।
স্থানীয়রা বলেছেন, বিকালের পর হতে ভোর রাত পর্যন্ত বাসস্ট্যান্ডের তিনপার্শ্বে জনবহুল সড়কের উপর এমন ভাবে ট্রাক-কন্টিনার ও পিকাপ দাড় করিয়ে রাখা হয় যে, ভ্যান রিক্সা এমনকি মটরসাইকেল বা ভারী যানবাহনও চলাচল করতে পারেনা। এতে একদিয়ে যেমন সড়ক সংকুচিত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, অন্যপার্শ্বে ছোট বড় সড়ক র্দুঘটনা বেড়েই চলেছে। অতিদ্রুত বাসস্ট্যান্ডের তিনপার্শ্বের দাড়িয়ে থাকা ট্রাক-কন্টিনার ও পিকাপ গুলি সরিয়ে দেওয়া না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশাংকা রয়েছে। এ ব্যাপারে কাটাখালী হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলী হোসেন এর সাথে আলাপ করা হলে তিনি বলেন,আমি ইদানিং সময়ে লক্ষ্য করেছি মহাসড়কের দুইপার্শ্বে দুরদুরান্ত হতে আসা ট্রাক-কন্টিনার চালকরা তাদের যানবাহন গুলি দাড় করিয়ে হোটেল-রেস্তোরায় খাওয়া-দাওয়া করতে যাচ্ছেন। যে কারণে রাস্তার দুইপার্শ্বে কিছুটা যানজটের সৃষ্টি হচ্ছে। আমি অতিদ্রুত ট্রাক-কন্টিনার ও পিকাপ চালকরা যাহাতে রাস্তা দখল করে যানবাহন না রাখেন সে ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহন করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host