খুলনা প্রতিনিধিঃ খুলনা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ‘দাবা প্রতিযোগিতা-২০২১’’ এর ফাইনাল খেলা আজ সোমবার অনুষ্ঠিত হয়। খেলায় মোজাম্মেল হক হাওলাদার ১-০ সেটে আলমগীর হান্নানকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ফলে রানার আপ হন আলমগীর হান্নান। অপর খেলায় মোঃ শাহ আলম প্রতিপক্ষকে ওয়াকওভার দিলে মোঃ হেলাল মোল্লাকে তৃতীয় স্থান ঘোষণা করা হয়। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন ক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান।
You made some really good points there. I checked on the web for more information about the issue and found most people will go along with your views on this web site.