ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার কামটা এলাকায় ভৈরব নদীর তীরে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক তৈরী করা ভৈড়িবাঁধ কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে জটিলতার অবসন করলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম। তিনি মঙ্গলবার বিকাল ৫টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি নিরসন করেন। এসময় নলধা-মৌভোগ ইউনিয়নের একক চেয়ারম্যান প্রার্থী সরদার আমিনুর রশিদ মুক্তি, স্থানীয় ইউপি সদস্য কওসার আলীসহ ইট ভাটার মালিক পক্ষ ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। জানা গেছে, সম্প্রতি প্রবল বৃষ্টিতে ভৈড়িবাধেঁর উত্তর পাশে এবং হাসান ব্রিক্স সংলগ্ন জমিতে পানি জমে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে ইট ভাটার মালিক পক্ষ ভেড়িবাঁধ কেটে পানি নিস্ককাশনের উদ্যোগ নিলেও স্থানীয়রা বাধাঁ সৃষ্টি করেন। স্থানীয়রা জানায়, পানি সরিয়ে যদি পুনরায় নদীর পানি উঠায় তাহলে ক্ষতি হবে। একপর্যায়ে ইটভাটা কর্তৃপক্ষ ও স্থানীয়দের মধ্যে দীর্ঘ বিরোধিতার সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনা স্থলে উপস্থিত হয়ে জানান, পানি সরানো যাবে কিন্তু পানি সরানোর নামে বাঁধ কেটে পুনরায় নদীর পানি উঠানো যাবে না। এ ছাড়া তিনি বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তীতে সুষ্ঠ সমাধান করবেন বলেও তিনি জানান।