মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলার গাংনী উপজেলার মানিকদিয়া গ্রামে, মানিকদিয়া এগারো গ্রাম ব্লাড ব্যাংক সোসাইটির উদ্যোগে, মের্সাস গোল্ডেন এন্টারপ্রাইজের সৌজন্যে মানিকদিয়া বাজারে মানুষের মাঝে সারাদিন ব্যাপী মাক্স বিতরণ ও করোনা ভেকসিন দেওয়ার জন্য জনগনকে উদ্বুদ্ধ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মের্সাস গোল্ডেন এন্টারপ্রাইজের প্রোপাইটার ও মানিকদিয়া ব্লাড ব্যাংক সোসাইটির মডারেটর, জনাব মোহাঃ শাহীন উল কাদির, মানিকদিয়া এগারো গ্রাম ব্লাড ব্যাংক সোসাইটির প্রতিষ্ঠাতা মোঃ আতিকুজ্জামান (তন্ময়), মোঃ টুটুল ইসলাম, মোঃ বিদ্যুৎ হোসেন ও মোঃ নাছিম উদ্দিন প্রমুখ।