নিউজ ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্যালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে দুলাভাইকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এছাড়া তিনি তার শাশুড়ির সঙ্গেও ‘অবৈধ সম্পর্কে’ লিপ্ত ছিলেন বলে অভিযোগ।
সোমবার (২৬ জুলাই) গাইবান্ধা ক্যাম্পের র্যাব সদস্যরা তাকে আটক করে গোবিন্দগঞ্জ থানায় সোপর্দ করে।
মামলার অভিযোগে বলা হয়, ওই যুবক তার শ্যালিকার সঙ্গেও শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। শ্যালিকাকে নিজের ফুফাতো বোনের বাড়িতে নিয়েও ধর্ষণের চেষ্টা করেন ওই যুবক। এছাড়া বিভিন্ন সময়ে তাকে যৌন হয়রানির দৃশ্য ধারণ করে সেগুলো ফেসবুকে পোস্টও করেছেন তিনি।