মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

করোনায় ইবি শিক্ষকের মৃত্যু

Reporter Name
Update : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১, ১:১০ অপরাহ্ন

নিউজ ডেস্ক:  করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড. আকরাম হোসেন মজুমদার (৫০)। সোমবার দিনগত রাত ১টার দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিভাগের সভাপতি প্রফেসর ড. নুরুন নাহার এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, অধ্যাপক আকরাম হোসেন বিশ্ববিদ্যালয়ের আবাসিকে অবস্থানকালে সপরিবারে করোনায় আক্রান্ত হন। পরে গত ১৫ই জুলাই সপরিবারে ঢাকার ইবনে সিনা হাসপাতালের কল্যাণপুর শাখায় ভর্তি হন। সেখানে তাকে কিছুদিন আইসিইউতে রাখা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ২৫ই জুলাই তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। পরদিন ২৬শে জুলাই তাঁর স্ত্রী, দুই শিশু সন্তান ও শাশুড়ির অবস্থা উন্নতি হলে তারা হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসাই ফেরেন। ওই দিন রাত ১টার দিকে অধ্যাপক আকরাম হোসেন মারা যান।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী মাকসুদা আক্তার মুনিয়া একই বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভিসি, প্রো-ভিসি, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, শিক্ষক সমিতি, আইন অনুষদ, জিয়া পরিষদ ও ইবিসাস সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনগুলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host