নিউজ ডেস্ক: দেশেই করোনা ভ্যাকসিন উৎপাদন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, করোনার ভ্যাকসিনের কোনো সংকট হবে না। মঙ্গলবার সকালে (২৭ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি এ পদক প্রদান করেন তিনি। করোনা সংক্রমণের কারণে ২০২০ সালে আয়োজনটি বাতিল করায় এবার ২০২০ ও ২০২১ এ দু’ বছরের পদক একসঙ্গে তুলে দেওয়া হয়।