মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

নারায়নগঞ্জের লক্ষণখোলায় স্কুলের দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু

Reporter Name
Update : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১, ৯:৩৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ বন্দরের ২৫নং ওয়ার্ডের উত্তর লক্ষণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল ধসে নারীসহ দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত
হয়েছে আরো এক নারী শ্রমিক। মঙ্গলবার(১৩ জুলাই)বেলা ১টায় এ দুর্ঘটনাটি
ঘটে। নিহতরা হচ্ছেন নির্মাণ শ্রমিক মোঃ হুদয়(৩০) ও দুলালী বেগম(৩৬)। আহত
মিম(৩৩) কে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার সকাল থেকেই বন্দরের উত্তর লক্ষন খোলা এলাকায় সিটি
করপোরেশনের ড্রেনের নির্মাণকাজ চলছিলো। এসময় ঠিকাদার রাসেল, শুক্কুর ও
সাখাওয়াত শ্রমিকদের নিরাপত্তা বেস্টনী ব্যবহার না করে ড্রেনের কাজ করার
সময় দুপুর ১টায় আকস্মিকভাবেই পার্শ্ববর্তী প্রাইমারী স্কুলের দেয়াল ধসে
পড়ে ৩ শ্রমিকের ওপর। এ সময় উপস্থিত লোকজন তাদেরকে ধরাধরি করে প্রথমে
নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে
গেলে সেখানেই দুইজনের মৃত্যু ঘটে।

প্রত্যক্ষদর্শী নারী শ্রমিক জানান, সকাল থেকে তারা ১০ জন শ্রমিক ড্রেন
নির্মাণেরর কাজ করছিল। দুপুর ১ টায় দিকে ড্রেনের পাশে উত্তর লক্ষন খোলা
সরকারারী প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর দেয়াল ধসে পড়ে। এসময় হৃদয়,
মিম ও দুলালী নামের তিন শ্রমিক আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ
ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
সোনারগাঁ ও রূপগঞ্জ এলাকার ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক তানহারুল
ইসলাম জানান, আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন ধসে পড়া দেয়ালটি
উদ্ধারের কাজ করা হচ্ছে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ দিপক চন্দ্র সাহা জানান, উত্তর
লক্ষন খোলা এলাকায় সড়কে ড্রেন নির্মান কাজ করছিল রাসেল নামের এক ঠিকাদার।
আহত তিন শ্রমিকের মধ্যে একজন পুরুষ ও একজন নারী শ্রমিকের ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে। নির্মাণাধীন
ঠিকাদার প্রতিষ্ঠানে কোনো অবহেলা বা ত্রæটির কারনে এ দুর্ঘটনা ঘটেছে কিনা
তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে
মামলা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host