ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ফরিদপুরে ২৪৬ জনের মৃত্যু রেকর্ড করেছে স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে করোনা সংক্রমণের ৩য় ধাপে গত ১২ দিনে মৃত্যু হয়েছে ৮৫ জনের।
অপরদিকে, জেলার ৯টি উপজেলায় পিসিআর ল্যাবে সর্বশেষ রিপোর্টে ৩৫৮ জনের নমুনা পরীক্ষা করে ১৬৪টি পজিটিভ এসেছে।
সিভিল সার্জন অফিসের এমওসিএস ডাঃ তানসিভ জুবায়ের জানান, আক্রান্তের এ হার ৪৫ দশমিক ৮১ ভাগ।
পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী ফরিদপুর সদরে ৬৬ জন, বোয়ালমারীতে ৮ জন, ভাঙ্গায় ৩৪ জন, সদরপুরে ২৪ জন, আলফাডাঙ্গায় ৪ জন, চরভদ্রাসনে ৩ জন, নগরকান্দায় ৭ জন, সালথায় ৯ জন ও মধুখালীতে ৯ জনের করোনা পজিটিভ এসেছে।
বর্তমানে ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালের সবমিলিয়ে ৫১৬ টি বেড রয়েছে। এখানে ৩০৫ জন রোগী ভর্তি রয়েছে।