মাদারীপুর থেকে কাওছার আলম মিঠু : মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেলেন মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরের চর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আবু বক্কর ফকির (৪৫)। বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই কামাল ফকির।
পরিবার ও থানা সুত্রে জানা যায়, গত ২০ জুন রাতে মাদবরের চর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী আজিজুল সর্দারের জন্য টিউবওয়েল মার্কায় ভোট চাইতে যায় আবু বক্কর ফকির। সন্ধ্যা ৭ টার দিকে গ্রামের মধ্যে গেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সর্বহারা পার্টির সদস্য ইউসুফ সর্দার ও তার কর্মীরা তার উপর হামলা চালায়। হামলাকারীরা আবু বক্কর ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে ফেলে রেখে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানেও তার অবনতি দেখে চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই কামাল ফকির বাদী হয়ে শিবচর থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং-২৫।
এ ব্যাপারে সংসদ সদস্য চৌধুরী নুরে আলম লিটন, স্থানীয় উপজেলা চেয়ারম্যান লতিফ মোল্লা, বিজয়ী চেয়ারম্যান ফজলুল হক মুন্সী হত্যার সাথে জড়িতদের বিচার দাবী করেছেন।
শিবচর থানার মিরাজ হোসেন বলেন, মৃত্যুর ঘটনায় তার ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। তদন্ত স্বাপেক্ষে আসামীদের গ্রেফতার করা হবে।