নিউজ ডেস্ক: দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ জাতীয় চাঁদ দেখা কমিটির এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এবারও করোনা পরিস্থিতিতে পালিত হতে যাচ্ছে মুসলিমদের অন্যতম প্রধান এই উৎসব। নানা বিধিনিষেধ অতিক্রম করে অনেক মানুষ ঘরমুখো হয়েছেন। তাদের নানা দুর্ভোগ পোহাতে হয়েছে। আবার অনেকেই তাদের প্রিয় মানুষের কাছে যেতে পারেননি।