কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলার রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে। আদর্শিক পরিবর্তনের কথা উল্লেখ করে উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. ইয়াছিন আলীর নেতৃত্বে দলটির অন্তত ১৬ জন প্রভাবশালী নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় কয়রা উপজেলা জামায়াত কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। যোগদানকারী নেতাদের পক্ষে উপজেলা গণঅধিকার পরিষদের (সদ্য সাবেক) সভাপতি মো. ইয়াছিন আলী বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় মানুষের অধিকার রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারে জামায়াতে ইসলামীর নেতৃত্বই এখন সবচেয়ে কার্যকর। সেই বিশ্বাস থেকেই আমরা দলবদ্ধভাবে এই সিদ্ধান্ত নিয়েছি।”
ইয়াছিন আলী ছাড়াও জামায়াতে যোগ দেওয়া উল্লেখযোগ্য নেতারা হলেন:
আব্দুল্লাহ আল মামুন (যুগ্ম সাধারণ সম্পাদক)
হাছান মোড়ল (সাংগঠনিক সম্পাদক)
শরিফুল ইসলাম (অর্থ সম্পাদক)
আলমগীর হোসেন (সহ-দপ্তর সম্পাদক)
ইমরান হোসেন (ধর্ম বিষয়ক সম্পাদক)
সহ আরও ১০ জন সক্রিয় সদস্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কয়রা-পাইকগাছা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। তিনি নবাগতদের স্বাগত জানিয়ে বলেন: ”দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে জামায়াতের হাতকে শক্তিশালী করতে বিভিন্ন মতাদর্শের মানুষ এখন ঐক্যবদ্ধ হচ্ছে। এই যোগদান সেই গণআকাঙ্ক্ষারই প্রতিফলন।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ এবং যুব জামায়াতের নেতৃবৃন্দ।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের আগে তৃণমূল পর্যায়ে এভাবে এক দল থেকে অন্য দলে নেতার্মীদের ভিড়ে যাওয়া স্থানীয় ভোটের সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে।