বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক ইয়াকুব খান শিশিরের বিদায়, শোকে কাতর স্বজন ও সংবাদকর্মীরা হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভস্মিভুত হয়ে গেল একটি মুদি ও চায়ের দোকান ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে ডা. কাসফিয়া সালাম নির্ঝরের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয় প্রকাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য নতুন পে-স্কেল কার্যকর কবে? জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা ভেঙেচুরে গুঁড়িয়ে দেব: র‌্যাব মহাপরিচালক পত্নীতলায় ট্রাকচাপায় প্রাণ গেলো মা-মেয়ের রাতের আঁধারে ভ্যান চুরি, পথে বসলো শৈলকুপার সাজ্জাদ মন্ডল জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১ মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭, ৫জনই দিন মজুর নারী
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

সাংবাদিক ইয়াকুব খান শিশিরের বিদায়, শোকে কাতর স্বজন ও সংবাদকর্মীরা

সুজন হোসেন রিফাত, মাদারীপুর প্রতিনিধি
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন

সুজন হোসেন রিফাত মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের প্রবীণ সাংবাদিক ও কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ইয়াকুব খান শিশিরের জানাজা সম্পূর্ণ হয়েছে। (২১ জানুয়ারি) বুধবার বাদ যোহর মাদারীপুর   পৌর ঈদগাহ মাঠে জানাজা সম্পূর্ণ করা হয়।
পরিবার সূত্রে জানা’যায়,ইয়াকুব খান শিশির দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বুধবার ভোর রাত চারটা দশ মিনিটের সময় ইন্তেকাল করেন তার প্রথম জানাজা মাদারীপুর পৌরসভা ঈদগা মাঠে বাদ জোহুর অনুষ্ঠিত হয়েছে, পরবর্তীতে তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। সাংবাদিক  শিশিরের মৃত্যুতে মাদারীপুর সাংবাদিকসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। জানাযায় সাংবাদিক, শিক্ষক, রাজনীতিক ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যাক্তিবর্গসহ  উপস্থিত সকলে গভীর শোক প্রকাশ করে বলেন,ইয়াকুব খান শিশির তিনি তার লেখনির মাধ্যমে মানুষের মাঝে আজীবন বেঁচে থাকবে আমরা তার আত্মার শান্তি কামনা করছি মহান আল্লাহ তা’আলা তাকে যেন জান্নাতুল ফেরদৌসের উচ্চ স্থান দান করেন।
উল্লেখ্য,ইয়াকুব খান শিশির ১৯৬১ সালে টাঙ্গাইল জেলার নাগপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের লক্ষীদিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন।ইয়াকুব খান শিশির ২০০২ সালে মাদারীপুরের দৈনিক সুবর্ণগ্রাম পত্রিকায় লেখালেখির মাধ্যমে সাংবাদিকতায় প্রবেশ করেন,এছারাও  তিনি কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজে ১৯৯৩ সালে বাংলা প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০২০ সালে অবসরে আসেন। কালকিনি উপজেলার সংবাদ পত্রিকার প্রতিনিধি হিসেবে কাজ করেন ২০০৩ সালে কালকিনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন পরবর্তীতে তিনি মাদারীপুরে চলে আসেন এবং দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেন পাশাপাশি বাংলাভিশন টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন এরপর থেকে তিনি দীর্ঘদিন দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকার সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
Theme Created By Uttoron Host