বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয় প্রকাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য নতুন পে-স্কেল কার্যকর কবে? জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা ভেঙেচুরে গুঁড়িয়ে দেব: র‌্যাব মহাপরিচালক পত্নীতলায় ট্রাকচাপায় প্রাণ গেলো মা-মেয়ের রাতের আঁধারে ভ্যান চুরি, পথে বসলো শৈলকুপার সাজ্জাদ মন্ডল জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১ মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭, ৫জনই দিন মজুর নারী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা শৈলকুপায় রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, এলাকাবাসীর প্রতিরোধ শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

রাতের আঁধারে ভ্যান চুরি, পথে বসলো শৈলকুপার সাজ্জাদ মন্ডল

রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ৬:৪০ অপরাহ্ন

রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:   ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়নের মথুরাপুর উত্তরপাড়া গ্রামের ভ্যানচালক সাজ্জাদ মন্ডল এখন চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। একমাত্র উপার্জনের মাধ্যম ভ্যানটি চুরি যাওয়ায় কার্যত নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। 
জানা গেছে, গত মঙ্গলবার আনুমানিক ভোররাতে সাজ্জাদ মন্ডলের নিজ বাড়ি থেকে তার ভ্যানটি চুরি হয়। ধারদেনা করে কেনা এই ভ্যানের ওপর নির্ভর করেই চলত তার ছয় সদস্যের পরিবার। প্রতিবন্ধী মা, স্ত্রী ও তিন নাবালক সন্তান নিয়ে প্রতিদিনের আয় দিয়েই কোনোরকমে সংসার চালাতেন তিনি। 
ভুক্তভোগী সাজ্জাদ মন্ডল বলেন, “আমার বসতবাড়ি ছাড়া কোনো জায়গা-জমি নেই। ধার করে ভ্যান কিনেছিলাম। এই ভ্যানই ছিল আমার সব। এখন সেটাও নেই। আমি বুঝতে পারছি না কীভাবে মা, বউ আর বাচ্চাদের নিয়ে চলব। আবার ভ্যান কেনার মতো সামর্থ্য আমার নেই। আল্লাহ জানেন সামনে কী আছে।” স্থানীয় বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সভাপতি আমোদ আলী বলেন,“সাজ্জাদ খুবই অসহায় একটি ছেলে। বাবা নেই, প্রতিবন্ধী মা ও ছোট ছোট সন্তান নিয়ে সে ভ্যান চালিয়ে সংসার চালাত। ভ্যান চুরি হওয়ায় সে একেবারে পথে বসেছে। সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষ যদি পাশে দাঁড়ান, তাহলে এই পরিবারটি বেঁচে থাকার একটা সুযোগ পাবে।
” আরেক স্থানীয় বাসিন্দা আনু মোল্লা বলেন, “সাজ্জাদের ভ্যান চুরির ঘটনায় আমরা সবাই ব্যথিত। এমন একজন গরিব মানুষ কীভাবে চলবে, সেটা ভাবতেই কষ্ট হয়। আমরা সবাই মিলে তার জন্য সহযোগিতা চাই।”
 এদিকে মথুরাপুর গ্রামসহ পার্শ্ববর্তী ত্রিবেণী ইউনিয়নের পদমদি গ্রামেও সম্প্রতি একের পর এক ভ্যান চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, অল্প সময়ের মধ্যেই অন্তত ১০টি ভ্যান চুরি হয়েছে। এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের তদারকি ও কার্যকর পদক্ষেপের অভাবে এসব চুরির ঘটনা বেড়েই চলেছে। তারা দ্রুত চোর চক্র শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
Theme Created By Uttoron Host