শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ, কী কথা হলো?

এন এস বি ডেস্ক:
Update : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

এন এস বি ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভ্রাতৃপ্রতিম দেশের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে সিরিজ আলাপ সারছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এরইমধ্যে ভারত, চীন ও সৌদি আরবসহ একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তিনি।

বুধবার (১৪ জানুয়ারি) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আলোচনার কথা নিশ্চিত করে বুধবার জয়শঙ্কর এক্স পোস্টে লেখেন, ‘ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির কাছ থেকে একটি ফোন পেয়েছি। আমরা ইরান এবং তার আশেপাশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি।’বিক্ষোভে উত্তাল ইরানের পরিস্থিতির ওপর নজর রাখার পাশাপাশি দেশটিতে থাকা ভারতীয় নাগরিকদের ফিরে আসার বার্তাও দিয়েছে নয়াদিল্লি। বুধবার তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ৫ জানুয়ারি ২০২৫ তারিখে ভারত সরকারের জারি করা পরামর্শের ধারাবাহিকতায় এবং ইরানের ক্রমবর্ধমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ‘যথাযথ সতর্কতা’ বজায় রাখার পাশাপাশি বিক্ষোভ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়া হলো।এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে কথা বলেছেন আব্বাস আরাঘচি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করেছে।বিবৃতিতে বলা হয়, ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনা কমাতে চীন ‘গঠনমূলক ভূমিকা’ রাখতে চায়। একইসঙ্গে বিশ্বে ‘জঙ্গল আইন’ পুনরায় প্রবর্তনের বিরুদ্ধে সতর্ক করেছে বেইজিং।চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, বেইজিং ‘আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বলপ্রয়োগ বা হুমকির ব্যবহারের সমর্থন করে না’। এছাড়া ‘কোনো দেশ যেন অন্যের ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দিতে না পারে’ সেটিও চীনের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়। 

ওয়াং ই আরও বলেন, চীন ইরানি সরকার ও জনগণকে তাদের জাতীয় স্থিতিশীলতা বজায় রাখতে এবং বৈধ অধিকার রক্ষায় সমর্থন জানায়। তিনি আশা প্রকাশ করেন, তারা ঐক্যবদ্ধ হয়ে বর্তমান সমস্যাগুলো কাটিয়ে উঠবে। 
চলমান পরিস্থিতিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী সব পক্ষকে ধৈর্য, শান্তিকে অগ্রাধিকার এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান। চীন এসব প্রচেষ্টায় সহযোগিতা করতে প্রস্তুত বলেও বিবৃতিতে জানানো হয়।এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) টেলিফোনে কথা বলেছেন। তাদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘দুই মন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে তাদের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছেন।’ ফোনালাপে আরাঘচি উল্লেখ করেন যে, ইরানে সাম্প্রতিক ঘটনাগুলোর সূচনা হয়েছিল শান্তিপূর্ণ অর্থনৈতিক ও শ্রমিক বিক্ষোভের মাধ্যমে। তবে পরবর্তীতে ‘ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসী উপাদানগুলোর সংগঠিত সম্পৃক্ততার’ ফলে পরিস্থিতি সহিংস রূপ নেয়।

 
তথ্যসূত্র: আল জাজিরা, সিএনএন, এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
Theme Created By Uttoron Host