শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

এন এস বি ডেস্ক:
Update : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

এন এস বি ডেস্ক: বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। কিছু দিন আগে শহরটির বায়ুমান কিছুটা উন্নতির দিকে ছিল। গত এক মাস ধরেশ হরটির বাতাসে ফের বাড়ছে দূষণ।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৭৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুমানের এ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

 

তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা চীনের সাংহাইয়ের স্কোর ২৩২। আর ১৯৮ স্কোর নিয়ে দেশটির আরেকটি শহর চেংডুর অবস্থান চতুর্থ। বায়ুদূষণের কবলে চীনের হুয়ান শহরও। ১৮৯ স্কোর নিয়ে শহরটির অবস্থান সপ্তম। আর ১৮১ স্কোর নিয়ে দশম অস্থানে রয়েছে দেশটির আরেকটি শহর চংচিং।  
 
এদিকে, ভারতের দিল্লি ২১৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। ১৯১ স্কোর নিয়ে দেশটির আরেকটি শহর মুম্বাইয়ের অবস্থান ষষ্ঠ। বায়ুদূষণের কবলে ভারতের কলকাতাও। অষ্টম অবস্থানে থাকা শহরটির স্কোর ১৮৫।
 
এছাড়া ১৯৭ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে পাকিস্তানের করাচি, ১৮১ স্কোর নিয়ে নবম অবস্থানে ভিয়েতনামের হ্যানয়।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
 
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
Theme Created By Uttoron Host