ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাদহের হরিণাকুণ্ডু উপজেলায় অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বৃস্পতিবার (১৫ জানুয়ারি ) বিকালে উপজেলার বিরামপুর এলাকায় র্যাব-৬ এই অভিযান পরিচালনা করে। র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী ইমরান সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে অভিযানটি পরিচালনা করা হয়, অভিযানে মাটি খুড়ে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র র্যাব-৬ জেলার নিজ ক্যাম্পে নিয়ে যান এবং তারা জানান, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।