এন এস বি ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেননি জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) মুখপাত্র এ বি এম রুহুল আমিন হাওলাদার (পটুয়াখালী-১) এবং জাতীয় পার্টির (একাংশ) সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ (ঢাকা-১০)। এবি এম রুহুল আমিন হাওলাদারের স্ত্রী ও দলের প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রত্না (বরিশাল-৬) মনোনয়ন সংগ্রহ করলেও তিনিও জমা দেননি। তারা লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা ও মামলা প্রত্যাহার না করায় নির্বাচন করেছেন না বলে এনডিএফ’র তরফে জানানো হয়।
সোমবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল। এর আগে নির্বাচন না করার ঘোষণা দেন জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। গত ২৩শে ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে ১৩১ আসনে প্রার্থী দিয়েছিল জাতীয় পার্টির (একাংশ) ও জেপির নেতৃত্বাধীন এনডিএফ। সেখানে জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় তাদের নেতাদের নামে একাধিক ‘মিথ্যা’ মামলা দেয়া হয়েছে উল্লেখ করে মামলা প্রত্যাহারের অনুরোধ জানান হয়েছিল। বলা হয়েছিল, মামলা প্রত্যাহার না করলেন নির্বাচন করবেন না তারা। যদিও জাতীয় পার্টি ও জোটের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম-৫ আসনে ও দলটির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু কিশোরগঞ্জ-৩ আসনের মনোনয়ন জমা দিয়েছেন।