এন এস বি ডেস্ক: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দেয়া চাইলেন বড় ছেলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার সকাল সাড়ে ৬টায় চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনকে উদ্ধৃত করে বিএনপি মিডিয়া সেল এক পোস্টে বলেছে, ‘বেগম খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’।
এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছিলেন, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অত্যন্ত জটিল ও সংকটময় মুহূর্ত পার করছেন। এভারকেয়ার হাসপাতালের গেটে সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান।