কাওসার আলম মিঠু, স্টাফ রিপোর্টার: যানবাহনে আগুন দেয়ার জন্য ৫ থেকে ৭ হাজার টাকায় ভাড়া করা হচ্ছে সমমনা সিএনজিচালিত অটোরিকশাচালক ও মোটরসাইকেল রাইড শেয়ারকারীদের। ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে অকটেন নিয়ে পরে তা বের করা হচ্ছে। আর সেই অকটেন বা পেট্রোলে পোড়ানো হচ্ছে বিভিন্ন যানবাহন। এমন একজনকে রাজধানী থেকে গ্রেফতারের পর পুলিশ বলছে, এরই মধ্যে মাতুয়াইলে দুটি বাসে আগুন দেয়ার ঘটনায় ওই ব্যক্তির জড়িত থাকার প্রমাণ মিলেছে।কবি নজরুল কলেজের শিক্ষার্থী আসিফ আহমেদ। মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে তিনি রাজধানীর মাতুয়াইলের মুক্তি ফিলিং স্টেশন থেকে বাইকে তেল ভরেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে অনুসরণ করতে থাকে পুলিশ। তথ্যপ্রযুক্তি এবং সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে আসিফ জানায়, ফিলিং স্টেশন থেকে অকটেন নেয়ার পর তা বের করে একটি বোতলে নেয়া হয়। পরিকল্পনা ছিল গাড়িতে অগ্নিসংযোগের। ৫ হাজার টাকার বিনিময়ে তিনি এ কাজে রাজি হন। আর তাকে এই কাজ দিয়েছিলেন যাত্রাবাড়ি থানা ছাত্রদলের আহ্বায়ক আফজাল। অবরোধের মধ্যে গাড়িতে আগুন দেয়া ব্যক্তিদের ধরতে এরই মধ্যে মহানগর পুলিশের পক্ষ থেকে সোর্সকে ২০ হাজার টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। এদিকে রিমান্ডে থাকা বিএনপির কেন্দ্রীয় নেতারা প্রথমে হামলা ও সহিংসতার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করলেও সিসিটিভি ফুটেজ, হামলায় অংশগ্রহণে দলীয় নেতাকর্মীদের ভিডিও ফুটেজ দেখানোর পর দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি তারা দায় স্বীকার করেছেন বলেও জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ।