সুজন হোসেন রিফাত মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে একটি অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যান চাকায় পিষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।
(৩১ অক্টোবর) মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার মঠেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার খোঁয়াজপুর ইউনিয়নের টেকেরহাট পালপাড়া এলাকার স্বর্ণ ব্যবসায়ী মহাদেব দেবনাথ (৬৫) ও তার ছেলে মিঠুন দেবনাথ (১৫)। মিঠুন খোঁয়াজপুর টেকেরহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে মিঠুন তাঁর বাবা মহাদেব দেবনাথের সঙ্গে মাদারীপুর শহরের বাদামতলা এলাকায় এক নিকটাত্মীয় বাড়িতে শ্রাদ্ধের অনুষ্ঠানে অংশ নেয়। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় একটি ইজিবাইকে করে তাঁরা নিজেদের বাড়ি টেকেরহাট পালপাড়ায় যাচ্ছিল। ইজিবাইকটি মঠেরবাজার এলাকায় এলে শরিয়তপুর থেকে আসা একটি কাভার্ডভ্যান সামনে থেকে ধাক্কা দেয়। এ সময় ইজিবাইক থেকে বাবা-ছেলে ছিটকে মহাসড়কে পড়ে ওই কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়। এ সময় ইজিবাইক চালক গুরতর আহত হলে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।