এনএসবি ডেস্ক: ঢাকায় ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর হামলা ও গণমাধ্যমের গাড়ি ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশের বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো। মঙ্গলবার (৩১ অক্টোবর) অ্যাটকোর পরিচালকমণ্ডলীর এক জরুরি সভায় এ নিন্দা জানানো হয়।সভায় গত শনিবার (২৮ অক্টোবর) বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে উশৃংখল কর্মীদের সংবাদ সংগ্রহের জন্য দায়িত্ব পালনকারী সাংবাদিকদের ওপর হামলা এবং গণমাধ্যমের যানবাহনের ভাঙচুরের তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়। যারা সহিংসতা চালিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সব নিহত, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানানো হয়।সেইসঙ্গে সেদিন রাজনৈতিক কর্মসূচি চলাকালে প্রধান বিচারপতির সরকারি বাসভবনের ওপর হামলা, দায়িত্বরত একজন পুলিশ সদ্দস্যকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা এবং সাধারণ যানবাহনে অগ্নি সংযোগের সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।