কয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনা-৬ কয়রা-পাইকগাছা আসনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জাপার সম্ভাব্য এমপি প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের গতকাল ১৮ অক্টোবর বিকাল ৩ টায় কয়রা বাজারে গন সংযোগ সহ লিফলেট বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা শফিকুল ইসলাম, কয়রা উপজেলা জাপার সভাপতি শেখ সদর উদ্দিন আহমেদ, পাইকগাছা জাপা নেতা শামসুল হুদা খোকন, আঃ সামাদ, কয়রা জাপা নেতা মাষ্টার আবুল কালাম,এম রফিক সিরাজ, মোড়ল নুরুল হক,মঞ্জুর হোসেন লাভলু, মাষ্টার শামসদ্দীন উদ্দিন আহমেদ, গাজী আঃ ছালাম, ঢালী কামরুল ইসলাম, ডাঃ রুহুল আমিন, অমজাদ সানা, আঃ মজিদ, তানজিলুর রহমান, আঃ ওয়াহিদ, মাওলানা আঃ রহিম, খায়রুল ইসলাম, মাসুম বিল্যাহ প্রমুখ।