সুজন হোসেন রিফাত মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে মাদক বিরোধী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র কালকিনির আয়োজনে ( ১৮ অক্টোবর) বুধবার সকালে মাদকাসক্তি রুখবো,সমৃদ্ধ বাংলাদেশ গড়বো এ প্রতিপাদ্য ধারন করে,কালকিনি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে প্রায় ৩’শ ছাত্র/ছাত্রীর অংশ গ্রহনে সহকারী পরিচালক প্রশিকা মাদারীপুর শারমিন জাহান এর সঞ্চালনায় মাদকাশক্তি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা আ.লীগের সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের নারী সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি পৌর মেয়র এস এম হানিফ, কালকিনি থানা অফিসার ইনচার্জ(ওসি)নাজমুল হাসান, জোনাল ম্যানেজার প্রশিকা কালকিনি উন্নয়ন এরিয়া কাজী কমাল উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি মনিরুজ্জামান হাওলাদারসহ অন্যান্যরা। বক্তারা বলেন, সামাজিক ব্যাধি মাদক শিক্ষাঙ্গনে বা সমাজে বিস্তার না করতে পারে সেজন্য সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ করতে হবে। অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।