শৈলকুপার আবাইপুরে আওয়ামীলীগ সভাপতির ছেলে ইউপি সদস্য খুন
রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
Update :
সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, ৮:২২ পূর্বাহ্ন
Share
রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: শৈলকুপার আবাই পুর ইউনিয়নের মিনগ্রামের আবুল কালাম আজাদ মাস্টারের ছোট ছেলে ইউপি সদস্য রিপন (৪৫) গতরাত রবিবার ১১: ৩০টার দিকে প্রতিপক্ষ গ্রুপের হামলায় নিহত হয়েছেন। বাড়ী ফেরার পথে আবাইপুর মোড়ের কাছে পৌছলে নির্মমভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়। আবুল কালাম আজাদ দীর্ঘদিন আবাই পুর রামসুন্দর প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ছিলেন। বর্তমান আবাইপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি। এ হত্যাকান্ডের মূলে আওয়ামীলীগের গ্রুপিং বলে স্থানীয়রা জানান।