ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ছোট ভাই শামীম জোয়াদ্দারের লাঠির আঘাতে বড় ভাই মোমিন জোয়ারদ্দার (৪২) খুন হয়েছে।
মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মোমিন জোয়ারদ্দার হরিণাকুন্ডু উপজেলার সাবেক বিন্নি গ্রামের মৃত বারী জোয়ার্দ্দারের ছেলে। ছোট ভাই শামীম জোয়াদ্দার হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কাউন্সিউলার।
স্থানীয়রা জানায়, গত শুক্রবার কৃষক মোমিন পারিবারিক বিরোধের জেওে তার স্ত্রীকে মারধর করেন। এতে ক্ষিপ্ত হয়ে শাসন করার জন্য মোমিনের ছেলে, বউ ও ছোট ভাই শামীম একত্রে হয়ে মোমিনকে লাঠি দিয়ে মারধর করে। এক পর্যায়ে লাঠির আঘাত মোমিনের মাথায় লাগে। এতে সে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মোমিনের মৃত্যু হয়। চাদপুর ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন বলেন পারিবারিক মারমারি হয়েছে বলে শুনেছি তবে কার লাঠির আঘাতে মারা গেল এটা আমার জানা নাই।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ বিষয়টি নিশ্চিত করেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। তবে স্থানীয় সূত্রে জানাযায়, পারিবারিক ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।